মৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন!
HVCX0AIPvR 66 views 10 months ago 11 followersমৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন! হিজিবিজি কেটে মহিলা যা লিখলেন..গায়ে কাঁটা দেয় >>> Download Full Video- http://tinyurl.com/yp4wtue2 >>> Watch Full Video- https://kurl.ru/RSoro চিকিৎসকেরা জানান, সাধারণত, ৫-১০ মিনিট যদি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে, তাহলে হয় সংশ্লিষ্ট ব্যক্তির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, নয় তিনি মারা যান৷ টিনার ক্ষেত্রে এই সময়টা ছিল ২৭ মিনিট৷ কিন্তু, তা-ও তাঁর মস্তিষ্কে কোনও সমস্যা দেখা দেয়নি৷ পরপাড় বলে কি সত্যিই কিছু আছে? শতকের পর শতক ধরে শুধু এরই উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ৷ মৃত্যুমুখ থেকে ফিরে আসা বহু মানুষের মুখে শোনা গিয়েছে তাঁদের অভিজ্ঞতা কথা৷ তাঁদের একেক জনের বর্ণনা একেক রকম৷ সম্প্রতি অ্যারিজোনার এক মহিলার অভিজ্ঞতার কথাও সামনে এসেছে৷ তিনি যা বলেছেন, তা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে৷