বলুন তো কে এই লোকটি দুনিয়ার সবচেয়ে বড় প্রতারক!

By HVCX0AIPvR 24 views 11 months ago
Show Description
ওই ব্যক্তির আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। যদিও নটবরলাল নামেই খ্যাত। তাকে ভারতের সর্বকালের সেরা প্রতারকের আখ্যা দেওয়া হয়েছিল। কখনও যদি বলা হয় তাজমহল বিক্রি করার কথা, আপনি কি বিশ্বাস করবেন? তাজমহল, রাষ্ট্রপতি ভবন, নিদেনপক্ষে লালকেল্লা, সংসদ ভবন? আপনি এসব পাগলের প্রলাপ বলেই মনে করবেন। >>> Download Full Video- http://tinyurl.com/yp4wtue2 >>> Watch Full Video- https://kurl.ru/RSoro কিন্তু একসময় এই সব কাজগুলোর সবই ‘দক্ষতার’ সঙ্গে করেছিলেন এক ব্যক্তি। তার নাম মিঃ নটবরলাল, ভারতের সর্বকালের সেরা ‘ছদ্মবেশী’। ওই ব্যক্তির আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। যদিও নটবরলাল নামেই খ্যাত। তাকে ভারতের সর্বকালের সেরা প্রতারকের আখ্যা দেওয়া হয়েছিল। তার অপরাধগুলো এখনও যে কাউকে ধাঁধায় ফেলে দেবে। ১৯১২ সালে ভারতের বিহারের জিরাদাই জন্ম হয় মিথিলের শ্রীবাস্তবের। মেধাবী মিথিলেশ স্নাতক পাশ করার পরেই আইন নিয়ে পড়াশোনা শুরু করে। আর তখন থেকেই সে প্রতারণা শুরু করে।
Latest Videos About Us FAQ Terms of Service Copyright Cookie Privacy Contact
© 2025 Febspot. All Rights Reserved.