Jibontai tejpata
By Emran211 45 views 3 hours agoShow Description
প্রবাসে জীবন শেষ—এই অনুভূতিটা অনেকের কাছেই বাস্তব। পরিবার, শেকড়, চেনা পরিবেশ ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে কাটানো জীবন সত্যিই কঠিন হতে পারে।
প্রথম দিকে হয়তো নতুন দেশ, নতুন সুযোগ, আর স্বপ্ন পূরণের তাগিদ থাকে, কিন্তু সময়ের সাথে সাথে একাকীত্ব, নস্টালজিয়া, আর পরিচিত সংস্কৃতির অভাব অনেককেই ভেতর থেকে ক্ষয় করে ফেলে। প্রবাসে কাটানো বছরগুলো কখনো কখনো মনে হয় যেন নিজের দেশেই ফেরা হবে না, আপনজনদের কাছে থাকা হবে না।