মায়াবী
By Momin Monu 31 views 4 hours ago
ভালোবাসা মানে শুধু একে অপরকে ভালো লাগা নয়, বরং বুঝে নেওয়া, মনের কথা না বললেও অনুভব করতে পারা।
ভালোবাসা মানে কারো পাশে থাকা—যখন ভালো লাগে তখনও, আর যখন সময়টা কঠিন, তখনও।
ভালোবাসা মানে ছোট ছোট মুহূর্তে খুশি খুঁজে নেওয়া, একসাথে চুপচাপ বসে থাকলেও একধরনের শান্তি অনুভব করা।
ভালোবাসা মানে ভুল হলেও ক্ষমা করে দেওয়া, ধৈর্য রাখা, আর প্রতিদিন একটু একটু করে একে অপরের হয়ে উঠা।